ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষে চারুকলা বিভাগের ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যেসব শিক্ষার্থী ইবির চারুকলা বিভাগে ভর্তির জন্য আবেদন করেছেন, তারা ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়‘এতদ্বারা জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যারা ইবির ফাইন আর্টস বিভাগে ভর্তির জন্য আবেদন করেছেন তাদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৪ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল একাডেমিক ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
পরীক্ষার্থীবৃন্দকে জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ইবির আবেদনের স্বীকৃতি স্লিপ সাথে নিয়ে আসতে হবে।