সিডনিতে ভারতের দেওয়া বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৩ রান। নেদারল্যান্ডস ম্যাচটি হারে ৫৬ রানে। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং রবিচন্দন অশ্বিন ২ টি করে উইকেট নেন। এছাড়া ১ উইকেট নেন মোহাম্মদ শামি।
এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ করে ভারত। দলটির হয়ে এদিন রোহিত শর্মা ভালো শুরু এনে দেন। তবে কেএল রাহুল ৯ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত। সে চাপকেই জয় করেন রোহতি-কোহলি জুটি। ভারতীয় অধিনায়ক রোহিত ৫৩ রান করে ফিরে গেলেও বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব দায়িত্ব নিয়ে ব্যাট করেন। দুজন মিলেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। শেষ পর্যন্ত কোহলি করেন ৪৪ বলে ৬২ রান এবং যাদব করেন ৫১ রান। নির্ধারিত ওভার শেষে ভারত ২ উইকেটে সংগ্রহ করে ১৭৯ রান।