অস্ট্রেলিয়ায় আয়োজিত এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির হানা যেন থামছেই না। বৃষ্টির কারণে এর আগে ফল আসেনি সাউথ-আফ্রিকা জিম্বাবুয়ের ম্যাচে। সহজ জয় হাতছাড়া করতে হয়েছে টেম্বা বাভুমার দলকে। এবার বৃষ্টিতে পরিত্যক্ত হলো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচও।
আজ বুধবার (২৬ অক্টোবর) বৃষ্টির কারণে মেলবোর্নের প্রথম ম্যাচে কপাল পুড়েছে ইংল্যান্ডের। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে আইরিশদের কাছে ৫ রানে হেরেছে জস বাটলারের দল। অনুমান থেকে বলা যায়, দ্বিতীয় ম্যাচে কপাল পুড়েছে নিউজিল্যান্ডেরই। কারণ খর্বশক্তির আফগানিস্তানের বিপক্ষে দুটো পয়েন্ট হয়তো ধরেই রেখেছিল কেন উইলিয়ামসনের দল।
বৃষ্টিতে পয়েন্ট হারালেও গ্রুপ ওয়ানে শীর্ষে নিজিল্যান্ড। আর ২ ম্যাচ খেলে সমান ১টি করে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড আছে গ্রুপে সবার শেষে।