টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। সিডনিতে আজ ২০১ রান তাড়া করতে নেমে ১১১ রানেই থেমেছে অ্যারন ফিঞ্চের দল। আর তাতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ ২২ অক্টোবর (শনিবার) নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরেছে অস্ট্রেলিয়া।
২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম সাউদির তোপ ও মিচেল সান্টনারের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৫০ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলা দলটিতে কিছুটা আশার সঞ্চার করেও ধরে রাখতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। ১৭ বল বাকি থাকতেই অলআউট হয় স্বাগতিকরা।
কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নিয়েছেন মিচেল সান্টনার ও টিম সাউদি। ২ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। ১টি করে উইকেট পেয়েছেন লোকি ফার্গুসন ও ইশ সোধি।