২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। গত ১২ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকেই শুরু হচ্ছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত সংশোধিত রুটিন অনুসারে, এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ব্যবহারিক পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর।
২০২২ সালের এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষার সময় ২ ঘণ্টা। সকালে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। দুপুরে পরীক্ষা শুরু হবে বেলা ২টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় মাত্র ২০ মিনিট। আর সৃজনশীল পরীক্ষা হবে ১ ঘণ্টা ৪০ মিনিট।
এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন দেখতে নিচের লিংকে ক্লিক করুন :
https://dhakaeducationboard.gov.bd/data/20221012163457891885.pdf