বাংলাদেশ দলের ভক্ত সমর্থকদের জন্য সুখবরই বটে। অনলাইনে বিশ্বকাপের জার্সি বিক্রির কথা ভাবছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন অনলাইনে জার্সি বিক্রির কথা ভাবছেন তারা। সবকিছু ঠিক থাকলে বিসিবির অফিসিয়াল সাইট থেকেই জার্সি কিনতে পারবেন বাংলাদেশ দলের ভক্ত সমর্থকরা।
গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। সীমিত ওভারের এই বিশ্ব আসরের জার্সিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার।বাংলাদেশের এবারের জার্সিতেও রয়েছে লাল ও সবুজের মিশ্রণ। জার্সির বুকে সুন্দরবনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। এর মাঝেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি। দুই পাশের লাল অংশে রাখা হয়েছে জামদানির ছাপ। মূলত এসব কারণেই এবারের জার্সিটি অন্যবারের চেয়ে অনেকাংশে আলাদা।
সেই সাথে জার্সি উন্মোচনের পর থেকেই দর্শক-সমর্থকদের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। এই বার্তা পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন অনলাইনে জার্সি বিক্রির কথা ভাবছেন তারা। সবকিছু ঠিক থাকলে বিসিবির অফিসিয়াল সাইট থেকেই জার্সি কিনতে পারবেন বাংলাদেশ দলের ভক্ত সমর্থকরা। আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে খোলাসা করা হবে। এখনও পর্যন্ত জার্সি বিক্রির জন্য কাউকে অনুমোদন দেয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ওয়ার্ল্ডকাপের জার্সি নিয়ে আগে আমরা চেষ্টা করেছিলাম, এখন আমাদের মাথায় আছে অনলাইনে বিক্রি করা যায় কিনা বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এটা আমরা চেষ্টা করছি। কিছু ফর্মালিটি আছে। খুব সম্ভবত আমরা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবো। সেটাই চেষ্টা করছি। কিন্তু কাউকে আমরা বিক্রির অনুমতি দেইনি।’