নন-ক্যাডারে একাধিক পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে একটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদ। পদটি সমুদ্রসংক্রান্ত। এ বিষয়ে হলেও এই পদে সমুদ্রবিজ্ঞান থেকে পাস করা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। বর্তমানে দেশে চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে সমুদ্রাবিজ্ঞান বিষয় রয়েছে। এই চারটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় ১০০ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পাস করে বের হন। কিন্তু বিশেষায়িত এ বিষয়ের স্নাতকদের সমুদ্রসংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রতিষ্ঠানে চাকরির অগ্রাধিকার নেই। বরং সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদে আবেদনের সুযোগই রাখা হয়নি। পিএসসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে, সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা প্রাণিবিদ্যা বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৎস্য বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা চাওয়া হয়েছে। সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীরা বলছেন, সমুদ্র পরিদর্শক পদের কাজ সমুদ্র ও সামুদ্রিক মাছ নিয়ে। তাই এই পদে আবেদনের জন্য সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু সেখানে আবেদনের সুযোগ না রাখা অন্যায়।