যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ বৃত্তির মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য গবেষণা ও উচ্চশিক্ষার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। কমনওয়েলথভুক্ত দেশের সদস্য হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
প্রোগ্রামের মেয়াদ : এক বছর মেয়াদি মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য ছয়টি ক্ষেত্রে আবেদন করা যাবে।
থিম বা বিষয় : সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট; হেলথ সিস্টেম অ্যান্ড ক্যাপাসিটি; গ্লোবাল প্রসপারিটি; পিস, সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স; রেজিলিয়েন্স অ্যান্ড ক্রাইসিস রেসপন্স এবং ইনক্লুশন। এই থিমগুলোর সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা : মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রি ও পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা : কমনওয়েলথ বৃত্তি নিয়ে শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফসহ নানা আর্থিক সুবিধা পেয়ে থাকে। দৈনন্দিন ভাতা, পড়াশোনা ও গবেষণা ভাতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সুযোগ দেওয়া হয়। কমনওয়েলথ কমিশন আয়োজিত প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি কোর্স ও নানা সম্মেলনে যোগ দেওয়ার সুযোগও পাওয়া যায়।
আবেদনের শেষ তারিখ : ১২ অক্টোবর ২০২২। আবেদনের বিস্তারিত দেখা যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে।