সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) পেলেন নতুন ট্রেজারার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামকে এই পদে যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী নিয়োগ প্রদান করা হয়েছে।
যার ধারাবাহিকতায় আজ সোনারগাঁও ইউনিভার্সিটির হল রুমে এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত ট্রেজারারকে বরণ করে নেওয়া হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান, প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মাবুদ, রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর ও ইউনিভার্সিটির উর্দ্ধতন কর্মকর্তাগণ।