বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে প্রজেক্ট এক্সিবিশন-২০২৩ ইউনিভার্সিটির গ্রীনরোডের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান এবং সম্মানিত অতিথি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান কামাল, প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আল-আমিন মোল্লা, রেজিস্টার এস, এম, নূরুল হুদা এবং কী-নোট স্পীকার ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম মুজিবুর রহমান। অনুষ্ঠানের চেয়ারপার্সন হিসেবে ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মোস্তফা হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। শিক্ষার্থীরা অতিথিদের মাঝে প্রজেক্ট সম্পর্কে ও এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে দেন। পরে সেরা হওয়া তিন প্রজেক্টের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান। এ সময় ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, অধ্যাপক, পরিচালক, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।