সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ রাজধানীর মহাখালী ক্যাম্পাস অডিটোরিয়ামে গত ১১ সেপ্টেম্বর ১৯তম ব্যাচের স্নাতক শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বিদায় অনুষ্ঠানটি দুটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীম আরা হাসান এবং সম্মানিত অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর কামাল। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক (ভিসি) এবং সোনারগাঁও ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রফেসর আবুল কাশেম, এসইউ’র প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর মো: আল-আমিন মোল্লা উপস্থিত ছিলেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীম আরা হাসান  বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি জ্ঞানলব্ধ গবেষণার বিকল্প নাই। টেক্সটাইলে নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে সেই ক্ষেত্রগুলিকে স্মার্টলি হ্যান্ডেলিং করতে হলে অবশ্যই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বিভিন্ন দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের আরএমজি সেক্টরের চাকরিতে আছে, তাদের যে স্কিলনেস আছে তার থেকে অনেকাংশে বেশি স্কিল আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের আছে। তারপরেও আমাদের দেশে বিদেশি এমপ্লয়ি নিয়োগ পাচ্ছে এবং বেতনও বহুগুণ বেশি পাচ্ছে, শুধুমাত্র আমাদের  ম্যানেজমেন্টকে আমাদের যে স্কিল আছে, তা বুঝাতে  না পারার কারণে  এবং  এর ফলে  দেশের বড় একটা রেমিটেন্স তারা এ দেশ থেকে নিয়ে যাচ্ছে। তাই পড়ালেখার পাশাপাশি তোমাদেরও কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ করতে হবে।

তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে বিভাগের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে বস্ত্র শিল্পের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। বৈদেশিক রেমিটেন্সের প্রায় ৮২% অবদান রাখে এই শিল্প। তিনি এই সেক্টর বেছে নেওয়ার জন্য গ্র্যাজুয়েটদের প্রশংসা করেন এবং তাদের কর্মজীবনে প্রবেশের পূর্বে নিজেকে স্কিলড করে ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেন।

বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম স্বাগত বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থীদের চার বছরের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং টেক্সটাইল সেক্টরের ইতিহাস এবং ভবিষ্যতে এ সেক্টরের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে এসব বিষয় তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনামূলক দেন।

টেক্সটাইল বিভাগের কো-অর্ডিনেটর মো: কামরুল হাসান শিক্ষার্থীদের ভবিষ্যতের সাফল্য কামনা করে বলেন, টেক্সটাইল সেক্টরে নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা আসবেই।

অনুষ্ঠানে ইংলিশ পাঠশালার প্রতিষ্ঠাতা টেক্সটাইলের খন্ডকালীন শিক্ষক মো: হাবিবুর রহমান নির্ঝর শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল স্পীচ দেন এবং তাদের কমিউনিকেশন স্কিলের উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক (ভিসি) এবং সোনারগাঁও ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রফেসর আবুল কাশেম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, টেক্সটাইল সেক্টরে সিনিয়র জুনিয়রদের সাথে একটা চেইন বিল্ড আপ করতে হবে।  তিনি আরো বলেন, এই খাত বৈদেশিক মুদ্রা অর্জন, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরন্তু, তিনি শিক্ষার্থীদের তাদের সফট স্কিল বিকশিত করতে উৎসাহিত করেন, কারণ রেডিমেড গার্মেন্টস (আরএমজি) সেক্টরে ক্যারিয়ার বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে।

বিশেষ অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর মো: আল-আমিন মোল্লা টেক্সটাইল সেক্টরে ক্যারিয়ার গঠন করার পাশাপাশি পরিবার এবং সমাজ, দেশের জন্য শিক্ষার্থীদের কাজ করার উৎসাহ দেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর কামাল। তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং জীবনের লক্ষ্য এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে তাদের অতিবাহিত করার পরামর্শ দেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি রেজাউল করিম বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এই খাত বৈদেশিক মুদ্রা অর্জন, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ)  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে লালন-পালন করার জন্য পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপ করার তাগিদ দেন এবং সে লক্ষ্য নিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। এছাড়া টেক্সটাইল ক্লাব শিক্ষার্থীদের বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক এবং পাঠ্যক্রম বহির্ভূত ইভেন্টের মাধ্যমে তাদের চিন্তাভাবনা, নেতৃত্ব  এবং গোপন প্রতিভা প্রকাশ করার জন্য একটি প্ল্যাটফর্ম। তিনি আরো বলেন, এ বিভাগ থেকে পাশকরা  বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে স্কলারশিপ  পেয়েছেন এবং দেশের বিভিন্ন শিল্পকারখানাতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলোচনা পর্বের শেষে টেক্সটাইল ডিপার্টমেন্টের বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক ও প্রধান অতিথি ও সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মহোদয়কে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীরা উপাচার্য (ভারপ্রাপ্ত)  অধ্যাপক শামীম আরা হাসানের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীম আরা হাসানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মো: সেলিম। ওই অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্যাকাল্টিসহ অন্যান্য বিভাগের প্রধান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে