রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৩’ আগামী অক্টোবর মাসে শুরু হচ্ছে। দুদিনব্যাপী এ অনুষ্ঠান চলবে ১৪-১৫ অক্টোবর। ফিয়েস্টায় অংশগ্রহণে ইচ্ছুকরা আগামী ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। রাবি সায়েন্স ক্লাবের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পেইন্টিং, সায়েন্টিফিক স্পিচ, কেস সলভিং, রুবিক্স কিউব এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এছাড়া সবার জন্য সিক্স ডি এবং নাইন ডি মুভি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এবারের ফিয়েস্টা অফলাইনে হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অনলাইনে। ফিয়েস্টার রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানতে https://fiesta.rusc.org.bd/ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।