৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বাড্ডা জোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো: শামসুল আলম পি এস সি (অবঃ), রামপুরা একরামুন্নেসা বালক উচ্চবিদ্যালয়ে সভাপতি আইয়ুব আকরাম মুকুল, বাড্ডা থানা শিক্ষা অফিসার ( রুটিন দায়িত্ব)  ইমতিয়াজ দেওয়ান মুরাদ, সহকারী থানা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র নমদাস , সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগের  উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা সাখাওয়াত উল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও  বাড্ডা শিক্ষা ক্রীড়া জোনের সভাপতি প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার।

গত ৯ সেপ্টেম্বর উদ্বোধনের প্রথম দিন দাবার বালিকা মধ্যম ও বড় উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাউথ পয়েন্ট স্কুল, মালিবাগের ওয়ার্শিয়া খুশবু ও রিমঝিম বরষা শৈলী। উদ্বোধনী দিনের দাবার বালক বিভাগের মধ্যম গ্রুপে  চ্যাম্পিয়ন হয়েছে  সাউথ পয়েন্টের  সৈয়দ আহনাফ তাহমিদ সামি এবং বড় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাতারকুল স্কুল এন্ড কলেজের থিওটনিয়াস ইমন সিকদার। অন্যদিকে বালক হ্যান্ডবলে  ফাইনালে টাইব্রেকারে সাউথ পয়েন্ট স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে  সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ছোলমাইদ স্কুল এন্ড কলেজ। বাড্ডা-রামপুরা থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী দাবা ও হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে ১০ থেকে ১২ সেপ্টেম্বর  অন্যান্য ভেন্যুতে সাঁতার, ফুটবল ও কাবাডি  প্রতিযোগিতার মধ্য দিয়ে  থানা পর্যায়ের সকল  খেলা অনুষ্ঠিত হবে। বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ( রুটিন দায়িত্ব) ইমতিয়াজ দেওয়ান মুরাদ, সহকারী থানা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র নমদাস ও বাড্ডা শিক্ষা ক্রীড়া জোনের সভাপতি রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকেরা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে