বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. হাসিনা খান। তাকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সদ্য অবসরে যাওয়া প্রফেসর দিল আফরোজ বেগমের স্থলাভিষিক্ত হবেন। গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ণকালীন সদস্য হিসেবে তারা বর্তমান অব্যবহিতপূর্ব পদে সর্বশেষ বেতনভাতা ও কমিশনের প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। ৪টি শর্তে হাসিনা খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সেগুলো হলো- ১.  তার নিয়োগের মেয়াদ হবে চার বছর তবে সরকার মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। ২. তিনি অবসর অব্যাহতির পূর্ব পদে থাকাকালীন যে বেতন ভাতা পেতেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে একই বেতন ভাতা পাবেন। ৩. কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত সুযোগ সুবিধা পাবেন। ৪.  এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে