এশিয়া কাপে দুই দলের পয়েন্ট বা র্যাংকিং যাইই হোক না কেন, বাংলাদেশ সুপার ফোরে যাবে বি-২ দল হিসেবে। আর পাকিস্তান যাবে এ-১ দল হিসেবে। সূচি অনুযায়ী, সুপার ফোরে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে এ-১ দল পাকিস্তান এবং বি-২ দল বাংলাদেশ । আগামী ৬ সেপ্টেম্বর (বুধবার) গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ।