প্রতিবারের মতো এবারও হট ফেভারিট হিসেবেই এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে ভারত। টুর্নামেন্ট শুরুর মাত্র ৮ দিন আগে দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে তিলক ভার্মা জায়গা পেয়েছেন। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অধীনেই এশিয়া কাপে অংশ নিবে ভারত।
এশিয়া কাপের জন্য ভারতের দল : রোহিত শর্মা, শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, প্রাসিধ কৃষ্ণা।