ফুটবল খেলার ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার শীর্ষে উঠলেন লিওনেল মেসি। এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনায় তার দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। ব্রাজিলিয়ান তারকা আলভেজ তাঁর ক্যারিয়ারে শিরোপা জিতেছেন ৪৩টি। তাঁকে পেছনে ফেলে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা।

এক নজরে মেসির ৪৪ শিরোপা জয়

আর্জেন্টিনা (৫)

ফিফা বিশ্বকাপ: ১

কোপা আমেরিকা: ১

লা ফিনালিসিমা: ১

অলিম্পিক: ১

যুব বিশ্বকাপ: ১

বার্সেলোনা (৩৫)

লা লিগা: ১০

কোপা দেল রে: ৭

সুপারকোপা: ৮

চ্যাম্পিয়নস লিগ: ৪

উয়েফা সুপার কাপ: ৩

ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩

পিএসজি (৩)

লিগ ‘আঁ’: ২

ট্রফি দে চ্যাম্পিয়নস: ১

ইন্টার মায়ামি (১)

লিগস কাপ: ১

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে