জনসংযোগ ব্যক্তিত্ব, একজন সফল সংগঠক ও ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান টিপুর জন্মদিন আজ। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন বা পরিকল্পনা না থাকলেও তিনি পরিবার-সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বার্তা পাচ্ছেন দিনের শুরু থেকেই। সোশ্যাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ডিং হিসেবে কর্মরত রয়েছেন তিনি। যশোরে জন্ম ও বেড়ে ওঠা তার। স্কুল-কলেজ শেষ করে ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা শুরু করেন তিনি। সেখান থেকেই কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবনে সফল এ পেশাজীবী ২০০০ সালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে যোগদানের মাধ্যমে জনসংযোগ পেশায় জড়িত হন। এরপর চাকরি করেন প্রাইম ব্যাংকে। এ ছাড়া বাংলাদেশ জনসংযোগ সমিতির (বিপিআরএ) গত দুই মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই লেখালেখি ও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন তিনি। ১৯৮৫ সালে যশোরের দৈনিক পূরবীতে তার সাংবাদিকতার হাতেখড়ি। এরপর একে একে আজকের কাগজ, দৈনিক রানার, দৈনিক কালবেলায় কাজ করেছেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ম্যাগাজিনের তিনি নির্বাহী সম্পাদক ছিলেন। পারিবারিক জীবনে দুই সন্তানের জনক তিনি।
বিশেষ এই দিনে অধিকার টিভি পরিবারের পক্ষ থেকে তাকে জানাই শুভেচ্ছা।