আমিরুল ইসলাম বাপন, প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েঃ এক বছর একমাস পর শূন্য হওয়া পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.আতাউর রহমান। গত ৯ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. আতাউর রহমান,মার্কেটিং বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হলো। সর্বশেষ ২০২২ সালের ২ জুলাই মেয়াদ পূর্ণ করা তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. জালাল উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।বিশ্ববিদ্যালয়ের সপ্তম ট্রেজারার হিসেবে আগামী চার বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। তিনি ট্রেজারার পদে নিয়োগের অব্যবহিত পূর্বে সর্বশেষ আহরিত বেতন-ভাতার সমপরিমাণ অর্থ মাসিক সম্মানী হিসেবে প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।