প্রথমবার নারী বিশ্বকাপ খেলতে এসেই দক্ষিণ আফ্রিকা জায়গা করে নেয় শেষ ষোলোয়। গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে নাম লিখিয়েছে। ম্যাচে এগিয়ে যেতে মাত্র ৯ মিনিট সময় নেয় ডাচরা। হেডের মাধ্যমে আসরে নিজের চতুর্থ গোল করেন জিল রুর্ড। কিন্তু এরপর ডাচদের বুকে রীতিমত কাঁপন ধরায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখেও গোলমুখে নেদারল্যান্ডসের চেয়ে একটি বেশি ৭ টি শট নেয় তারা। ডাচ গোলরক্ষক ডফনে ফন ডমসিলারের একের পর এক অসাধারণ সেভ বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় নেদারল্যান্ডসকে।
বিরতির পর ডি বক্সের কিছুটা বাইরে থেকে বেরেনস্টেইনের নেওয়া শটটি দক্ষিণ আফ্রিকার গোলকিপার কেলিন সোয়ার্ট তালুবন্দী করতে পারেননি। বল সোজা জালে আশ্রয় নেয়। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে স্পেনের।