জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকের (পাস) ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে আজ বুধবার (২ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত। গত ১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং ওই ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে।