প্রতিবছরের মতো এবারও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসানের সভাপতিত্বে একটি সমন্বয় সভা আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ইউনিভার্সিটির গ্রীনরোডের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগীতা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসানের নির্দেশনায় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সমন্বয় সভায় এ সময় প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান কামাল, রেজিস্টার এস, এম, নূরুল হুদা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মোস্তফা হোসেন, নেইম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খবিরুল হক চৌধুরী, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক বুলবুল আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আকমল হাকিম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: মাসুদ রানা, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: দিদারুল ইসলাম ভূইঁয়া, এএমটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: তাজবীর হোসাইন সজীব, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: রইস উদ্দিন মোল্লা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো: আবুল কাশেম, আর্কিটেকচার বিভাগের প্রফেসর মুহাম্মদ আলী নকী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও পরিচালক, এডমিশন (অতিরিক্ত দায়িত্ব) মো: ওমর ফারুক মোল্লা, লাইব্রেরিয়ান মো: ফজলুল কাদের চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন এবং একাড (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, এসইউ’র ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হোসাইন রেজা, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো: রমজান আলী, এইচআরডি’র যুগ্ম-পরিচালক মো: শরীফুল ইসলাম, এএমটি ও এফডিটি বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মোহাম্মদ শামছুল আলম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো: ফেরদৌস খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর কামরুল হাসান ভূইঁয়া, সিই বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর সাইফ আহমেদ শান্ত, বাংলা বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর মো: শামীম সরকার, উপ-রেজিস্ট্রার মাহমুদ আল মাসুদ, বাংলা সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের কো-অর্ডিনেটর আনোয়ারুল ইসলাম, জনসংযোগ বিভাগের হেড অব পিআর নাহিদ হাসান ছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, অধ্যাপক, পরিচালক, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।