গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট (শনিবার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এবারের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। গতবছরের মতো এবারো ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. বদরুল ইসলাম সুয়েব এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, আগামী ২৭ জুলাই থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র পাবে। এ বছর কৃষি গুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তিন হাজার ৫৪৮টি। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে ২ হাজার ৭২টি, পাশাপাশি বেড়েছে ৯টি আসন। এ হিসাবে প্রতি আসনে লড়ছেন ২৩ শিক্ষার্থী।