আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশীপের বাংলাদেশ ও ভারতের নারী দলের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার (১৬ জুলাই) মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে সকালে ভারত বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায়। আজ রোববার (১৬ জুলাই) মিরপুরের শের-ই-বাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রানের ছোটখাটো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল। নারীদের ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মত ভারতকে হারানোর দ্বারপ্রান্তে বাংলাদেশের নারীরা। ব্যাট হাতে বড় পুঁজি গড়তে না পারলেও মিরপুরের হোম অব ক্রিকেটে দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছেন নিগার সুলতানা জ্যোতি বাহিনী। স্বাগতিকদের দারুণ বোলিংয়ে ৩৫ ওভার ৫ বলে ভারত সব উইকেট হারিয়ে ১১৩ রান করে। বাংলাদেশ নারী দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে ৪০ রানের জয় পায়।