দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস ২৩ জুলাই শুরু হবে। গত ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস ২৩ জুলাই শুরু হবে।
এর আগে ১০ জুলাই এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর কথা ছিল। ২ জুলাই অনিবার্য কারণে তা স্থগিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তখন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে।