উয়েফা বিভিন্ন লিগের যে সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে সেখানে বড় রকমের অধপতন হয়েছে ফ্রান্সের লিগ ওয়ানের। তারা শীর্ষ পাঁচের বাইরে চলে গেছে। এক নম্বরে আছে যথারীতি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালির লিগ সিরি এ। তৃতীয় স্থানে আছে জার্মানীর বুন্দেসলিগা, চতুর্থ স্থানে স্পেনের লা লিগা এবং পঞ্চম স্থানে আছে বেলজিয়ামের জুপিলার লিগ। নেদারল্যান্ডের লিগ আছে ৬ষ্ঠ স্থানে। ফ্রান্সের লিগ ওয়ান আছে সপ্তম স্থানে। পর্তুগালের লিগ প্রিমিয়ারা আছে ৮ম স্থানে, তুরস্কের লিগ আছে নবম স্থানে এবং দশম স্থানে আছে সুইজারল্যান্ডের সুইস সুপার লিগ।
যদিও এই র্যাংকিং সিস্টেম নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। মূলত উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন লিগ থেকে আসা দলগুলো কেমন পারফর্ম করে, কত পয়েন্ট সংগ্রহ করে তার উপর অনেকটাই নির্ভর করে এই র্যাংকিং করা হয়েছে। এই র্যাংকিং শুধু মাত্র গত মৌসুমের ফলাফলের উপর ভিত্তি করে করা হয়েছে।