মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ট্রেন্ট ব্রিজে সমানে সমান লড়ে দুই দল। শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। ৮৯ রানের জয় পায় অস্ট্রেলিয়ার নারী দল। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২৬৮ রানের। পঞ্চম দিনে গত ২৬ জুন ইংল্যান্ড খেলা শুরু করে ৫ উইকেটে ১১৬ রান নিয়ে। ক্রিজে ছিলেন ড্যানি ওয়াট এবং কেট ক্রস। ড্যানি ওয়াট লড়াকু শতরান করে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে অন্য প্রান্তের ব্যাটাররা তাকে সেভাবে সাহায্য করতে পারেনি। মূলত অ্যাশ গার্ডনারের দুরন্ত বোলিং স্পেলেই ইংল্যান্ডের লড়াই ভেস্তে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার এই স্পিন বোলিং অলরাউন্ডার ২০ ওভার বল করে ৬৬ রান দিয়ে একাই শিকার করেন ৮ উইকেট। ম্যাচে গার্ডনার ১৬৫ রান দিয়ে নেন ১২ উইকেট।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৩ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ডের মেয়েরা ৪৬৩ রান করে। ১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আরও যোগ করে ২৫৭ রান। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬৮ রান। অস্ট্রেলিয়ার স্পিনার গার্ডনারের তোপেই ১৭৮ রানে গুঁড়িয়ে যায় ইংল্যান্ড।