কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাস সদ্য ফেঞ্চ ওপেন জেতা নোভাক জোকোভিচকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠেছেন। ৭৬৭৫ পয়েন্ট নিয়ে পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে এক নম্বরে আলকারাস। ৭৫৯৫ পয়েন্ট নিয়ে পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে দুই নম্বরে নোভাক জোকোভিচ। কুইন্স ক্লাবের ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৪,৬-৪ গেমে হারান আলকারাস। ঘাসের কোর্টে এটাই আলকারাসের প্রথম শিরোপা।

ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন আলকারাস। ২০২২ সালে তিনি জিতেছিলেন ইউএস ওপেনের শিরোপা। যদিও এর আগে থেকেই টেনিসের ভবিষ্যৎ ‘নাদাল’ বলা হয় তাকে। চোটের কারণে উইম্বলডনে যদিও খেলছেন না রাফায়েল নাদাল। তাই আগামী ৩ জুলাই থেকে শুরু  হতে যাওয়া উইম্বলডনে জোকোভিচের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলকারাসকেই ধরা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে