প্রকাশ সংখ্যা: ৩৫
সর্বশেষ অবস্থা ২৪ জুন, ২০২৩ (সৌদি সময়)খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে)
আগত সর্বমোট হজযাত্রী- ১২২,৮৩৩ জন
আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী- ১০,৩২১ জন
আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী- ১১২,৫৬২(ব্যবস্থাপনা সদস্যসহ ) জন
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা- ৪৫,৯১৭ টি
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা- ২৮,১১৯ টি
এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা ১২৩,৩৩০ টি; সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা- ১০০% ; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা- ১০০% ;
সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন -২৬ জন হজযাত্রী/হাজী; (পুরুষ: ২২; মহিলা: ৪; মক্কা: ২২; মদিনা: ৪; জেদ্দা: ০)
একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম
সরকারী হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন
বেসরকারী হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ )
হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা- ৬০৩ টি
২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে- ২৭ জুন, ২০২৩
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে, ২০২৩
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট- ২২ জুন, ২০২৩
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট-২ জুলাই, ২০২৩
শেষ ফিরতি ফ্লাইট -২ আগস্ট, ২০২৩
সর্বশেষ মৃত্যু: We regret to inform that Manoara Begum (72), Passport No. is EF0068835 , expired (Inna Lillahi wa inna ilaihi rajiun) on 2023-06-24.
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব।