মেয়েদের অ্যাশেজে ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ৮৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারের বলে আউট হওয়ার আগে বিউমন্ট ৩৩১ বলে ২৭টি চারের বাউন্ডারিতে করেছেন ২০৮ রান। ব্যক্তিগত দ্বিশতকের আগেই তিনি ভেঙেছেন ৮৮ বছর আগের একটি রেকর্ড। ইংল্যান্ডে মেয়েদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়েছেন ট্যামি বিউমন্ট। ট্যামির করা ডাবল সেঞ্চুরি ইংল্যান্ডের হয়ে প্রথম এবং মেয়েদের টেস্ট ইতিহাসে অষ্টম। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই বিউমন্ট ডাবলে পরিণত করেছেন।
এর আগে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালে সালে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশ ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রান করেছিলেন। যার ৫৬ বছর পর জন্ম হয়েছে বিউমন্টের। বিউমন্ট বর্তমানে খেলছেন এমন ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরিয়ান। আরেকজন তার প্রতিপক্ষ অজি অলরাউন্ডার এলিসে পেরি।