৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ৩৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪০তম বিসিএসে যারা চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু ক্যাডার পাননি তাদের মধ্যে এই ৩৮৪ জনকে প্রাথমিক স্কুলে নিয়োগ দেওয়া হবে। শিগগিরই তাদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৯ জুন পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের জন্য ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।