৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ জুন শেষ হচ্ছে। এই পরীক্ষার পর চূড়ান্ত ফলের অপেক্ষা। সেই ফল আগামী মাসের মধ্যে দেওয়ার পরিকল্পনা আছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন দিন ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি সাংবিধানিক এই প্রতিষ্ঠান।
পিএসসি জানায়, ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ২৬ জুন ভাইভা শেষ হলে ৪১তম বিসিএসের চাকরিপ্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করবে পিএসসি। উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী।