জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪৬টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৬১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪৫ হাজার ১৮৮ জন। পাস করেছেন ২৮ হাজার ৭৯৩ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২০ হাজার ২১১ জন ও মেয়ে ৮ হাজার ৫৮২ জন।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে www.juniv-admission.org পাওয়া যাবে।