ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তরের আঞ্চলিক কার্যালয়, ঢাকার টঙ্গিতে গত ১৯ জুন আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কার্যালয় উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মেহমুদ হোসেন। এ সময় তিনি ঢাকা উত্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনের ফলে অধীনস্ত শাখাসমূহের কাজে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে ঢাকা উত্তরের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী, ব্রাঞ্চেস অপারেশন ডিভিশনের প্রধান ও এসইভিপি নিজাম আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ, ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান ও এসইভিপি অরুণ কুমার হালদার, ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান ও ইভিপি মো: মেশকাত-উল-আনোয়ার খানসহ ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।