টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর গ্রামে কবির হোসেনের একটি গাভি গত ১৪ জুন একসাথে ৩টি বাচ্চা প্রসব করেছে। স্থানীয়রা গাভির বাচ্চা তিনটি দেখতে কবির হোসেনের বাড়িতে ভিড় করছেন। গাভির মালিক কবির হোসেন জানান, তিনি ২ বছর আগে ৮০ হাজার টাকায় গাভিটি কিনেন। এর পর থেকে গাভিটি প্রতি বছর নিয়মিত বাচ্চা দিয়ে আসছে। কিন্তু এ বছর একসাথে তিনটি বাচ্চা দিয়েছে। এদের মধ্যে ১টি ষাঁড় ও ২টি বকনা বাছুর। কবিরের স্ত্রী মর্জিনা আক্তার বলেন, গাভিটি লালন-পালনের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছিল। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, তাই আমি নিজেই গাভিটি দেখাশোনা করি। গাভিটি দেশি জাতের হওয়ায় বাড়তি যত্নের প্রয়োজন হয় না। প্রতিবার ১টি করে বাচ্চা দিলেও এবার ৩টি বাচ্চা দেওয়ায় মর্জিনা ভীষণ খুশি। সংগ্রামপুর গ্রামের আজমত আলী বলেন, শুনেছি দেশি জাতের গাভি ২টি বাচ্চা হয় কিন্তু এইবার প্রথম ৩টি বাচ্চা দেখলাম, ভীষণ ভালো লাগছে।