বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কারিগরি-সি (ট্রেড) পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। এ ছাড়া কারিগরি-সি (সাধারণ) পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির কেন্দ্রীয় মেরামত কারখানায় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপিসহ সত্যায়িত এক সেট ফটোকপি দেখাতে হবে।

কারিগরি-সি (ট্রেড) কারিগরি-সি (সাধারণ) পদের ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.brtc.gov.bd/sites/default/files/files/brtc.portal.gov.bd/notices/bfb27ff4_d04e_4147_b862_a51d60e7c7a6/2023-06-17-10-34-a9aa1fdb85f2345c6a82b1a3d079d119.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে