উয়েফা নেশনস লিগের তৃতীয় আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠেছে স্পেন। ম্যাচের তৃতীয় মিনিটেই ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি স্প্যানিশরা। প্রথমার্ধের ১১তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইতালি। পেনাল্টি থেকে চিরো ইম্মোবিলের গোলে স্কোরলাইন ১-১ দাঁড়ায়। তার পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ড্র নিয়ে বিরতিতে যায় দু দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের শুরুতেই একাধিক সুযোগ পায় উভয় দল। অবশেষে ৮৮ মিনিটে স্পেনের হোসেলুর গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আগামী ১৮ জুন (রোববার) ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।