ছয় বছরের চুক্তিতে আজ (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহ্যাম। তাকে দলে ভেড়াতে স্প্যানিশ ক্লাবটিকে গুণতে হয়েছে ১০৩ মিলিয়ন ইউরো। এছাড়া প্রায় ৩০ মিলিয়ন বোনাসও দিতে হবে ডর্টমুন্ডকে। সবমিলিয়ে স্প্যানিশ ক্লাবটির খরচ পড়বে ১৩৩ মিলিয়ন ইউরোর মতো। প্রতি বছর রিয়াল থেকে ১০ অথবা ১২ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।
বেলিংহ্যাম এখন ইতিহাসের সবচেয়ে দামী ইংলিশ ফুটবলারদের মধ্যে দুইয়ে আছেন। ১১৭ মিলিয়ন ইউরো (১০০ মিলিয়ন পাউন্ড) নিয়ে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের দাম ছিল ৯৩ মিলিয়ন ইউরো (৮০ মিলিয়ন পাউন্ড)। বেলিংহ্যাম এখন সবচেয়ে দামী তরুণ ফুটবলারও। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দাম ইংলিশ এই মিডফিল্ডারের। এর আগে ১৩৪ মিলিয়ন ইউরো দিয়ে চেলসি থেকে ইডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল লস ব্লাঙ্কোসরা।