কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বিদেশের মাটিতে হওয়া বাংলাদেশের খেলা দেখাতে টেলিভিশন চ্যানেলগুলোর আগ্রহ কম। সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের খেলা দেশি কোনো টিভি চ্যানেল সরাসরি দেখায়নি। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের কোনো চ্যানেলে না দেখানোর পর থেকেই শুরু হয় এটা নিয়ে আলোচনা।

মিরপুরে বিসিবি কার্যালয়ে গত ১২  জুন ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আমরা বিসিবি টিভির জন্য আবেদন করব। ইনশা আল্লাহ পেয়েও যাব। আমাদের ঘরোয়া–আন্তর্জাতিক সব খেলা আমরাই দেখাব।’

প্রায় এক বছর পর অনুষ্ঠিত বোর্ড সভায় স্বাভাবিকভাবেই আলোচ্য বিষয়ের অভাব ছিল না। নিয়মিত সিদ্ধান্ত ও অনুমোদনের বাইরে বিসিবি টিভি খোলার সিদ্ধান্তের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়াও নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানো, আঞ্চলিক ক্রিকেট সংস্থার পাঁচটি আহ্বায়ক কমিটি অনুমোদন, ‘এ’ দলের ম্যাচ ফি বাড়ানো, মাঠ বানানোর জন্য জমি কেনা, পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেয়া হয়।

নারী ক্রিকেটারদের বেতন এত দিন সর্বনিম্ন মাসে ২৫ হাজার ও সর্বোচ্চ ৮০ হাজার টাকা ছিল। বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় তা বাড়িয়ে সর্বনিম্ন বেতন মাসে ৫০ হাজার ও সর্বোচ্চ বেতন ১ লাখ টাকা করা হয়। বেতনের সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের। ম্যাচ ফি বেড়েছে ‘এ’ দলের চার দিনের ম্যাচের এবং বেতন বেড়েছে প্রথম শ্রেণির ক্রিকেটারদেরও। ‘এ’ দলের চার দিনের ম্যাচে আগে ম্যাচ ফি ছিল ৫০ হাজার টাকারও নিচে। এখন সেটা হবে ১ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা ও ঢাকার বাইরে মাঠ তৈরি করতে জমি কেনার সিদ্ধান্ত আগেই ছিল বোর্ডের। গত ১২ জুনের সভায় পূবাইলে ও পূর্বাচলের কাছে দুটি জায়গা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম এবং বগুড়াতেও মাঠ বানাতে জায়গা কেনা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। কেনার সিদ্ধান্ত হয়েছে ইনডোরের জন্য চারটি আধুনিক টার্ফও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে