ফ্রেঞ্চ ওপেনের ১১ জুনের ফাইনালে কাসপের রুডের শুরুটা হয় দুর্দান্ত। প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে, ৩-০ গেমে এগিয়ে দারুণ কিছুর আভাস দেন রুড। তবে অভিজ্ঞতার আলোকে ঠিকই ঘুরে দাঁড়ান নোভাক জোকোভিচ। শেষ পর্যন্ত সরাসরি সেটের ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জয়ে ফরাসি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন সাবেক নাম্বার ওয়ান।
প্যারিসে রোলাঁ গাঁরোয় ফাইনালে জিতে নতুন উচ্চতায় উঠলেন জোকোভিচ। রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন জোকোভিচ।