অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। ১১ জুন রাতে আর্জেন্টিনায় যুব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে এস্তাদিও সিউদাদ দে লা প্লাটা স্টেডিয়ামে বিজয়ের হাসি উরুগুয়ের। যদিও জয়টা সহজ ছিল না তাদের জন্য। ম্যাচের অন্তিম মুহূর্তে উরুগুয়ের হয়ে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ।
ইতালির পোস্টে ১৫টি শট নেয় উরুগুয়ে। যেখানে লক্ষ্যে ছিল চারটি। অপরদিকে পুরো ম্যাচে ইতালির ফুটবলাররা মাত্র তিনটি শট নিতে পেরেছে উরুগুয়ের পোস্টে। যার একটিও অন টার্গেট ছিল না।