মৌলভীবাজারের গিয়াসনগরের রনভীম গ্রামের মরহুম লেফটেনেন্ট কর্ণেল এম. এ মান্নান ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর প্রথম ইংরেজি সংবাদ পাঠিকা, সাংবাদিক, ঢাকা লেডিস ক্লাবের দুই বারের সাবেক সভাপতি জাহানারা মান্নানের মেয়ে আলেয়া মান্নান পিংকি সম্প্রতি বাংলাদেশ বিমানের প্রধান ক্যাপ্টেন হয়েছেন।