সোনারগাঁও ইউনিভার্সিটির যন্ত্রপ্রকৌশল বিভাগ এবং সোনারগাঁও ইউনিভার্সিটির মেকা ক্লাব যৌথ ভাবে গত ৩০মে নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত নিটল টাটা মোটরস লিমিটেডের সার্ভিস সেন্টার এবং তাদের ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। ওই পরিদর্শন আয়োজন এবং পরিচালনা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর মো: মোস্তফা হোসেন। ওই পরিদর্শন কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেন সোনারগাঁও ইউনিভার্সিটির যন্ত্রপ্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো: এহতেশামুল হক খান শুভ এবং প্রভাষক মো: মিসবাহ উদ্দিন। পরিদর্শন চলাকালীন শিক্ষার্থীরা নিটল-টাটা মোটরস লিমিটেডের অধীনে একটি প্রশিক্ষণ কেন্দ্রও ঘুরে দেখেন, যেখানে তারা গাড়ি মেরামত এবং রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

এই পরিদর্শনের সময়, অংশগ্রহণকারীদের কাছে একটি উপস্থাপনা পরিচালিত হয় যেখানে নির্মাতা, বিক্রেতা এবং মেরামতের সুবিধার মৌলিক কাঠামো নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীরা কারখানার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটিতে কীভাবে ডিজেল ইঞ্জিনের মেরামত করা হয় ও এর সম্পূর্ণ প্রক্রিয়া এবং নানারকম চাহিদা অনুসারে বিভিন্ন ধরণের ইঞ্জিন তৈরি করতে ব্যবহৃত উপাদানগুলো সম্পর্কে তারা শিখেন। এছাড়াও কীভাবে কাঁচামাল ও অন্যান্য উপাদান সংগ্রহ করা হয়, সেই সাথে কিভাবে সেগুলো সেট আপ করা হয় এবং যানবাহনের অংশগুলির সমাবেশ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় সে সম্পর্কে অংশগ্রহণকারীরা শিখেন।

পরে প্রশ্নোত্তর পর্ব এবং ফটো সেশনের মাধ্যমে দিনব্যাপী এ পরিদর্শন সফর শেষ হয়। শিক্ষার্থীরা এই সফরের ফলে খুব অনুপ্রাণিত হয় এবং অদূর ভবিষ্যতে তারা আরও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করে। উল্লেখ্য, নিটল টাটা মোটরস লিমিটেড হলো বাণিজ্যিক যানবাহন এবং অটোমোবাইল ক্ষেত্রের একটি কোম্পানি যেখানে ভারী যানবাহন, ডিজেল ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের অটোমোবাইল যন্ত্রাংশ একত্রিত ও মেরামত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে