ফুটবল বিশ্বকাপ মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। আগামী ২০ জুলাই থেকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে বসছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ ফুটবল ২০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর এখনও এক মাসেরও বেশি সময় বাকি থাকলেও, ইতোমধ্যে এটি একটি রেকর্ড গড়েছে। টিকিট বিক্রির রেকর্ড নিশ্চিত করেন ফিফা সভাপতি জিয়ানলুইজি ইনফান্তিনো। গত ৮ জুন মধ্যরাতে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, ‘এরই মধ্যে ফিফা নারী বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ১০ লাখ ৩২ হাজার ৮৮৪টি। যার অর্থ, বিশ্বকাপ শুরুর এক মাসের বেশি সময় আগেই আমরা ২০১৯ সালের ফ্রান্স বিশ্বকাপ আসরের টিকিটসংখ্যাকে পেরিয়ে গেছি।’ উল্লেখ্য, নারী বিশ্বকাপের এবারের আসরে দল এবং ম্যাচ সংখ্যা বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১৯ আসরে খেলেছিল ২৪ দল, সেটি এবার বেড়ে হয়েছে ৩২টি। ফলে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬৪-তে। যার জন্য বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত টিকিটও।