বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টপ অর্ডারের ব্যর্থতার পর ফলোঅনের শঙ্কায় পড়েছিল ভারত। তবে অজিঙ্কা রাহানের ৮৯ ও শার্দূল ঠাকুরের ৫১ রানের ব্যাটিং দৃঢ়তায় ২৯৬ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের তৃতীয় দিন শেষে ২৯৬ রানের লিড পেয়ে গেছে অজিরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে মাঠ ছেড়েছে দলটি। ৪১ রানে অপরাজিত আছেন মার্নাস লাবুশেন। অপরপ্রান্তে ৭ রানে ব্যাট করছিলেন ক্যামেরন গ্রিন।
সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস: ৪৬৯/১০ (স্মিথ ১২১, হেড ১৬৩; সিরাজ ১০৮/৪, শামি ১২২/২, শার্দূল ৮৩/২)
ভারত: প্রথম ইনিংস: ২৯৬/১১০ (রাহানে ৮৯, শার্দূল ৫১; কামিন্স ৮৩/৩, বোল্যান্ড ৫৯/২, স্টার্ক ৭১/২, গ্রিন ৪৪/২)
অস্ট্রেলিয়া: দ্বিতীয় ইনিংস: ১২৩/৪ (লাবুশেন ৪১, স্মিথ ৩৪; জাদেজা ২৫/২)