ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে বিদায়ের দিনই সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরেছেন। এজন্য প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন সদ্য সাবেক এই রিয়াল তারকা। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দলটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
৩৫ বছর বয়সী বেনজেমার রিয়াল ছাড়ার ঘোষণা আগেই এসেছিল। অবশ্য তিনি চেয়েছিলেন ক্যারিয়ারের সুবর্ণ সময় কাটানো মাদ্রিদের চ্যাম্পিয়ন ক্লাবটির সদস্য হিসেবে অবসরে যেতে। কিন্তু তার আগেই তাকে নতুন ঠিকানায় নাম লেখাতে হয়েছে। নতুন পরিচয় হয়ে ওঠা ইত্তিহাদের সঙ্গে রিয়াল কিংবদন্তী বেনজেমার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। ইত্তিহাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বেনজেমার চুক্তি স্বাক্ষরের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘করিম বেনজেমা, আমাদের নতুন সুপারস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি শিগগিরই আমাদের স্টেডিয়াম আলোকিত করার জন্য প্রস্তুত আছেন।’