অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামে। আশানুরূপই হয়েছে বেন স্টোকসদের প্রস্তুতি, আর তাতে খড়কুটোর মতো উড়ে গেছে আয়ারল্যান্ড। যদিও ইংল্যান্ড ইনিংস ব্যবধানে জিতে গ্রীষ্ম শুরু করার সম্ভাবনা জাগিয়েছিল। প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। স্টুয়ার্ট ব্রড নেন ৫ উইকেট। জবাবে ৪ উইকেটে ৫২৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ারের ভালো ব্যাটিং করে ইনিংস পরাজয় এড়িয়ে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৪ রানের টার্গেট দেয়। জবাবে মাত্র ৪ বলেই ইংল্যান্ডকে জয়ের রানে পৌঁছে দেন জ্যাক ক্রাউলি। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায়। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডের অলি পোপ ম্যাচসেরা হন। ২০৮ বলে ২২ চার ও ৩ ছক্কায় ২০৫ রান করেন তিনি। এছাড়া ১৮২ রান করেন বেন ডাকেট।
উল্লেখ্য, আগামী ১৬ জুন থেকে এজবাস্টনে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।