জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ চলতি মৌসুমের শুরুতে ট্রেবল জয়ের স্বপ্ন দেখেছিল। বুন্দেস লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে তাদের বেশ সুযোগও ছিল। কিন্তু সেসব ছাপিয়ে একই মৌসুমে সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। হাতছাড়া হতে হতে বুন্দেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। তবে দল জিতলেও প্রধান নির্বাহী (সিইও) অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচকে বরখাস্ত করা হয়েছে।
গত ২৭ মে রোমাঞ্চকর এক ম্যাচে কোলনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে তারা বুন্দেসলিগার টানা ১১ শিরোপা গতকাল ঘরে তুলল। কিন্তু মৌসুমের সম্ভাব্য অন্য ট্রফি হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে বায়ার্নের দুই শীর্ষ কর্মকর্তাকে।