গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ মে) অনুষ্ঠিত হচ্ছে। এতে ৩ হাজার ৪৮৩ আসনের বিপরীতে লড়বেন ৩৯ হাজার ৮৬৪ জন। ফলে সিট প্রতি লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু। গত ২৬ মে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
ভর্তি কমিটির তথ্যমতে, দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে আসন রয়েছে ৩ হাজার ৪৮৩টি। এতে আবেদন করেছেন ৩৯ হাজার ৮৬৪ জন। পরীক্ষাটি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় পাস নম্বর ৩০।