ওয়ানডে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে আইসিসি চালু করেছে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। অক্টোবরে ভারতে হতে যাওয়া ২০২৩ সালের বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে ভারত। সাত দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম সাত দল সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পাবে। সেই সাত দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দলও বিশ্বকাপের টিকিট পাবে। বাকি দুই জায়গার জন্য সুপার লিগের শেষে থাকা দলগুলোকে কোয়ালিফায়ার টুর্নামেন্টে মুখোমুখি হতে হবে সহযোগী দেশগুলোর।
১৩০ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ২১ ম্যাচে ১৩ জয়ে বাংলাদেশ সুপার লিগে শুধু ভালো অবস্থানেই নেই, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ সুপার লিগে খেলবে মোট ৮টি সিরিজ। এরই মধ্যে বাংলাদেশ ৭টি সিরিজ খেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবার (৯ মে) থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০, শ্রীলঙ্কাকে ২-১, আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কেবল ইংল্যান্ডের বিপক্ষে ২-১ তে সিরিজ হেরেছে। দেশের বাইরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে ২-১ ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৩-০ তে। অন্যদিকে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আয়ারল্যান্ড। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে আয়ারল্যান্ডকে।
আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পেলে সুপার লিগে দুই নম্বরে উঠার সুযোগ বাংলাদেশের সামনে। টাইগার বাহিনী আয়ারল্যান্ডকে নিশ্চিতভাবে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে। ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যে বাংলাদেশ অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে। এ জন্য ২০২৩ বিশ্বকাপ হতে পারে টাইগারদের মেলে ধরার প্রধান মঞ্চ।